সোমবার ১ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লায় ফাস্টফুড ও ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় বিশেষ অভিযানে জননী ডায়াগনস্টিক সেন্টার ও SPICY BURG ফাস্টফুডকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৪ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

কুমিল্লা ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, অভিযানে “জননী ডায়াগনস্টিক সেন্টার ” এ মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যাওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং SPICY BURG ফাস্টফুডে তেলাপোকা ও ছাড়পোকা পাওয়া যায় ফলে এই প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকাসহ মোট ৩০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া বলেন, “ভোক্তা অধিকার বিরোধী নানা অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী রোগীদের সেবা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।”

ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল সার্বিক উপস্থিত থেকে সহযোগিতা করেন।

আরও পড়ুন