আগামী ৫ নভেম্বর হতে ৪০তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একডেমী, সারদা, রাজশাহীতে ০১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ আরম্ভ হচ্ছে।
গতকাল শুক্রবার (৩ নভেম্বর) মৌলিক প্রশিক্ষণে গমন উপলক্ষ্যে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স শহীদ আরআই এ বি এম আব্দুল হালিম মিলনায়তনে এক ব্রিফিং অনুষ্ঠান আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে গমনার্থী ৪০তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র)দের ব্রিফিং প্রদান করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার) মহোদয়।
অতিরিক্ত ডিআইজি মহোদয় প্রশিক্ষণে গমনকারী এসআইদের আন্তরিক অভিবাদন জানান। নিষ্ঠার সাথে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ, চৌকস ও জনবান্ধব পুলিশ অফিসার হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার স্মার্ট পুলিশ হিসেবে নিজেদের তৈরী করে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সম্মানিত নাগরিকদের পুলিশি সেবা নিশ্চিত করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম(বার) মহোদয়। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব হাজী মোঃ মতিউল ইসলাম ও কুমিল্লা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে প্রশিক্ষণে গমণকারী ৪০তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র)বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC