কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় প্রেমিকসহ এক প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মক্রবপুর ইউনিয়নের মিনারা বেগমের (৩০) সঙ্গে তুলাগাঁও গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে আশিকুর রহমানের (৩৫) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। আশিক তিন সন্তানের জনক ও মিনারা বেগম দুই সন্তানের জননী। তারা প্রায় রাতে একে অপরের সঙ্গে মিলিত হন।
বিষয়টি জেনে প্রবাসীর বড়ভাই শনিবার রাতে স্থানীয়দের নিয়ে প্রস্তুত থাকেন এবং আশিক ঘরে প্রবেশ করার পর আপত্তিকর অবস্থায় তাদের আটক করেন। পরে প্রেমিক আশিক তার লোকজনকে খবর দিলে ঘটনাস্থলে হামলা ও ভাঙচুর করে।
পরে স্থানীয়রা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে পরকীয়া প্রেমিক আশিক ও প্রেমিকা মিনারাকে থানায় নিয়ে পুনরায় ছেড়ে দেয় এবং স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার এসআই আবু তাহের বলেন, উভয়কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়। তারা পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC