
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চালক ও সহকারীসহ মোট তিনজন নিহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় ভোরে ঘন কুয়াশার কারণে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি লরির চালক ও হেলপার নিহত হন।
নিহত চালক আব্দুল জব্বার (৩১) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকমলা গ্রামের আবুল বাশারের পুত্র। নিহত হেলপার শাকিল (২২) নোয়াখালীর চরজব্বার উপজেলার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের পুত্র।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, ঘন কুয়াশার কারণে চট্টগ্রামমুখী একটি লরিকে পেছন থেকে আরেকটি লরি ধাক্কা দেয়। এতে পেছনের লরিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক আব্দুল জব্বারের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় হেলপার শাকিলকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় হেলপারকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, জেলার বুড়িচং উপজেলার পাচোরা সিন্দুরিয়া এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় একটি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন (২৮) ঘটনাস্থলেই নিহত হন।
এসআই ফারুক হোসেন আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় চৌদ্দগ্রাম ও ময়নামতি হাইওয়ে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।










