
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-১১। এসব অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে র্যাব-১১, সিপিসি-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১১, সিপিসি-২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন মোকাম ইউনিয়নের দুর্গাপুর এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ সোহাগ (৪০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহণে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন রাতে র্যাব-১১, সিপিসি-২ এর অপর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের গিলাতলী এলাকায় পৃথক আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত মোঃ সোহাগ (৪০) কুমিল্লা জেলার বুড়িচং থানার দুবাইচর গ্রামের বাসিন্দা এবং তিনি মোঃ রফিজের ছেলে। জিজ্ঞাসাবাদে আসামি জানান, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক নির্মূলে র্যাব-১১ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC