কুমিল্লার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ১২০০ পিস ইয়াবা এবং ২৪০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ডিবি সূত্রে জানা যায়, আজ ৬ ডিসেম্বর, ২০২৪ তারিখ সন্ধ্যা ৬:৪৫ ঘটিকায় প্রথম অভিযানে কুমিল্লা কোতয়ালী মডেল থানার বারপাড়া এলাকার তেলিকোনা থেকে বালুতোপা সড়কে ১২০০ পিস ইয়াবাসহ মো. জয়নাল আবেদিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি নূরপুর এলাকার বাসিন্দা। জয়নালের বিরুদ্ধে এর আগে মাদকসহ মোট ৪টি মামলা রয়েছে।
একই দিনে দ্বিতীয় অভিযানে সন্ধ্যা ৭:২০ ঘটিকায় জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার বালুতুফা এলাকা থেকে ২৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মঞ্জিল মিয়া (৭৪), যিনি সংরাইশ এলাকার বাসিন্দা এবং ফাহিম হোসেন (১৯), নসরাইল দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম মাদকদ্রব্যগুলো উদ্ধার করে এবং আসামিদের আটক করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।