বুধবার ২৩ জুলাই, ২০২৫

কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

Two schoolgirls die after drowning in pond in Comilla
ছবি: সংগৃহীত

কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাকছি গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হল: নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফাতেমা ইয়াসমিন (৯) এবং চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদাউস (১০)। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদৌস।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা ইয়াসমিন মো. দাউদের মেয়ে এবং জান্নাতুল ফেরদাউস আব্দুল কাদেরের মেয়ে। তারা দুজনেই প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বান্ধবী ছিল। ঘটনার দিন সকালে তারা বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়।

পাশের বাড়ির হোসেন মিয়া জানান, তিনি সকাল ১০টার দিকে দুই ছাত্রীকে পুকুরঘাটে গোসল করতে দেখেন। কিছুক্ষণ পর তিনি আবার এসে দেখেন তারা পুকুরঘাটে নেই। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি বাড়ির লোকজনকে জিজ্ঞেস করেন তারা গোসল করে বাড়ি ফিরেছে কিনা। এ কথা বলার পরপরই পুকুরের পানিতে বুদবুদ করতে দেখে তিনি দ্রুত পানিতে নেমে পড়েন এবং দুজনকে উদ্ধার করেন।

পুকুর থেকে উদ্ধারের পর অচেতন অবস্থায় দুই ছাত্রীকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল মোস্তফা জানান, হাসপাতালে আনার আগেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদৌস জানান, বিদ্যালয়ে দুই শিফটে ক্লাস চলছিল। নিহত দুই শিক্ষার্থী দ্বিতীয় শিফটে বিদ্যালয়ে আসার জন্য গোসল করে প্রস্তুতি নিচ্ছিল। তিনি বলেন, “তাদের মৃত্যুর খবর শুনে আমরা সবাই খুবই মর্মাহত। বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী এই ঘটনায় গভীরভাবে শোকাহত।”

আরও পড়ুন