“সর্বকালেই পরিমাপ সকলের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পণ্যে ভেজাল ও পরিমাপে কারচুপি প্রতিরোধে অবদান রাখার জন্য বিএসটিআই, কুমিল্লা অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান।
আগত উদ্যোক্তাদের উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেন, "পরিমাপে কারচুপি একটি জঘন্য অপরাধ এবং প্রত্যেক ধর্মগ্রন্থেই এটি নিষিদ্ধ করা হয়েছে, তাই আমাদের প্রত্যেকের উচিত সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে জীবন পরিচালনা করা। পণ্যে ভেজাল ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআইসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে তবুও প্রত্যেকে যার যার অবস্থান থেকে সচেতন হলেই তা আমাদের সমাজ ও দেশ থেকে পুরোপুরি নির্মূল করা সম্ভব"। মানুষের বিবেকই মান নিয়ন্ত্রণের সবচেয়ে বড় হাতিয়ার উল্লেখ করে তিনি গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও পরিমাপের সঠিকতা রক্ষার জন্য সবাইকে বিবেকবান হতে বলেন।"
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা জনাব পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন, কুমিল্লা ডাঃ আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসটিআই, কুমিল্লার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে বিএসটিআই এর কার্যক্রম সংক্রান্ত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এই তথ্যচিত্রে বিএসটিআই এর ভেজাল বিরোধী অভিযান, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে সেবা প্রদান, ই-অ্যাপ্লিকেশন, কিউআর কোড সম্বলিত লাইসেন্স প্রদান সহ অন্যান্য সেবাসমূহ তুলে ধরা হয়।
বিএসটিআই কুমিল্লার অফিস প্রধান কে এম হানিফ তাঁর বক্তব্যে বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন এবং বিএসটিআই কুমিল্লার কার্যক্রম তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, ইট টেস্টিং ল্যাবরেটরি ও মাইক্রোবায়েলজি ল্যাবরেটরি চালুর ফলে বিএসটিআই কুমিল্লা অফিসের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং সেবা প্রত্যাশীদের আরও উন্নত সেবা প্রদানে বিএসটিআই সক্ষম হবে। পণ্যে ভেজাল ও পরিমাপে কারচুপি প্রতিরোধে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি ডাঃ আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, "পণ্যের মান নিয়ন্ত্রণ, নকল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআই সারাদেশে কাজ করছে"। তিনি বিএসটিআইকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মুক্ত আলোচনায় ক্যাবের প্রতিনিধি, পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন, জুয়েলারী মালিক সমিতি, জেলার বেকারী মালিক সমিতি, ইট ভাটা মালিক সমিতি, মিষ্টান্ন ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী মালিক সমিতিসহ বিভিন্ন শ্রেণীর প্রায় দুইশত উদ্যোক্তা অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC