কুমিল্লায় বরুড়া উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলার ঝলম, আড্ডা ও শাকপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে। এর মধ্যে ১৩ জনকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী এবং আহতের সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার এই তিন ইউনিয়নের কয়েক গ্রামে পাগলা কুকুর এলোপাতাড়ি ১৫ জন কে কামুড় দেয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস ছালাম খান বলেন, কুকুর কয়টি জানা নেই। ১৩ জন কে আমরা চিকিৎসা দিয়েছি। মারাত্মক আহত ৩ জন কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং বলেন, 'তিন চেয়ারম্যান কে নির্দেশনা দিয়েছি কুকুর টিকে চিহ্নিত করে মেরে ফেলার জন্য। কোমলমতি শিক্ষার্থীদের কে অভিভাবক যেনো সাথে করে বিদ্যালয় নিয়ে যায় সেই বিষয় সচেতনতা সৃষ্টি করার জন্য বলেছি।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC