সোমবার ১ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লায় নারী চিকিৎসকসহ ৪ জনের করোনা শনাক্ত

রাইজিং কুমিল্লা প্রতিবেদন

প্রতীকি ছবি/সংগৃহীত

সারাদেশের মতো কুমিল্লাতেও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী চিকিৎসক এবং তিনজন পুরুষ রয়েছেন।

শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর বশির এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুমিল্লা সিটি স্ক্যান এমআরআই স্পেশালাইজড এন্ড ডায়ালাইসিস সেন্টারে করোনা পরীক্ষা শেষে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্তদের পরিচয়:

  • আবদুল মোমিন (৭০), চৌদ্দগ্রাম উপজেলা, কুমিল্লা।
  • ডা. সানজিদা (৩০), কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা।
  • মো. হেলাল আহমেদ (৩৮), বুড়িচং উপজেলা, কুমিল্লা।
  • মো. ইবনে যুবায়ের (৩৯), কুমিল্লা সদর উপজেলা।

সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ জানান, “কুমিল্লায় চারজনের করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট আমরা পেয়েছি। তারা কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করিয়েছিলেন।” তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে দুজন বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুজন কুমিল্লার স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন