
কুমিল্লায় চালের বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। এসময় অবৈধ মজুত, বস্তার গায়ে মূল্য ও উৎপাদন তারিখ না থাকা এবং নামি ব্র্যান্ডের বস্তায় লোকাল চাল ভরে বিক্রির অপরাধে দুটি অটো রাইস মিলকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে দুপুর ১টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়া এলাকার অটো রাইস মিলগুলোতে এই তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহযোগিতা করেন বুড়িচং উপজেলার খাদ্য পরিদর্শক সুভাষ চন্দ্র দেব নাথ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
কুমিল্লা ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, অভিযানে “জাপান-বাংলা অটো রাইস মিল” এবং “মেসার্স আব্দুল মান্নান এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ” নামক দুটি রাইস মিলে অনিয়ম ধরা পড়ে। সরকার নির্দেশিত বস্তার গায়ে মিল গেট মূল্য ও উৎপাদন তারিখ না থাকা এবং বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বস্তায় লোকাল চাল ভরে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জাপান-বাংলা অটো রাইস মিলকে ২০,০০০ টাকা এবং মেসার্স আব্দুল মান্নান এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া বলেন, “ভোক্তা অধিকার বিরোধী অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”