বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬

কুমিল্লায় নানা আয়োজনে পালিত হলো ৫০তম ভিডিপি দিবস

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - 50th VDP Day celebrated with various events in Comilla
কুমিল্লায় নানা আয়োজনে পালিত হলো ৫০তম ভিডিপি দিবস/ছবি: আনসার-ভিডিপি কুমিল্লার সৌজন্যে

জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫০তম ভিডিপি দিবস ২০২৬। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সোমবার (০৫ জানুয়ারি) কুমিল্লা নগরীর রামমালা কার্যালয়ে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জ পরিচালক মো. মাহবুবুর রহমান। কুমিল্লা জেলা কমান্ডেন্ট মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা রেঞ্জ কমান্ডেন্ট মো. শাহজালাল ছোয়াদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুবুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, গ্রাম পর্যায়ে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের নিষ্ঠা, সততা ও ত্যাগ দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করেছে।

তিনি আরও বলেন, গ্রাম পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং রাষ্ট্রীয় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ভিডিপি সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে ভিডিপির ভূমিকা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে অতিথিরা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন