
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আয়োজিত হয় আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের সনদ ও যুব ঋণের চেক বিতরণ, এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো নানা অনুষ্ঠান।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কুমিল্লা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিন্টু। তিনি যুবকদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর জোর দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মো. নজরুল ইসলাম সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম মালিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিভিন্ন জাতের চারা রোপণ করেন এবং প্রশিক্ষণার্থীদের শপথ বাক্য পাঠ করান।
বুড়িচংয়ে যুব ঋণ ও সনদ বিতরণ:
একই দিনে বুড়িচং উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন। তিনি বলেন, “বর্তমান যুগে প্রযুক্তি-নির্ভর দক্ষতা অর্জন ছাড়া টিকে থাকা সম্ভব নয়। আমাদের যুব সমাজকে সৎ, কর্মঠ ও উদ্ভাবনী হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, যিনি যুব সমাজকে দেশের শক্তি হিসেবে আখ্যায়িত করেন।
আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এই অনুষ্ঠানে ২০ জন যুব ও যুব মহিলাকে সনদ প্রদান করা হয় এবং ১২ জনকে মোট ৯ লক্ষ ৮০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়।