
ভালোবেসে বিয়ে করেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২০১০ সালের জুলাইয়ে ভালোবেসে বিয়ে করা এই তারকা দম্পতির সম্পর্কের নেপথ্যের গল্প এবার সামনে এলো। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ফারুকী নিজেই জানালেন, এই তারকা দম্পতির প্রেমের গভীরতা শুরু হয়েছিল কুমিল্লায়, একটি নাটকের শুটিং করতে গিয়ে।
গতকাল রবিবার কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান আয়োজিত হয়। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে জাতীয় কবির কুমিল্লায় কাটানো প্রেমের স্মৃতিচারণ করতে গিয়েই তিনি নিজের প্রেমকাহিনি নিয়েও কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “কুমিল্লার সঙ্গে আমার গভীর প্রেম। আপনারা জানেন আমি কুমিল্লায় বহুবার শুটিং করতে এসেছি। আমার প্রেম মানে আমি যাকে বিয়ে করেছি পরে, তিশা (নুসরাত ইমরোজ তিশা); আমার প্রেমের গভীরতা শুরু হয় কুমিল্লাতে। ‘ক্যারাম’ নামে একটি প্রোডাকশন করতে এসে।” তিনি আরও যোগ করেন, “কুমিল্লাতে যে শুধু নজরুলের প্রেমের স্মৃতি আছে তা নয়, নজরুলের ছোট ভাইদেরও প্রেমের স্মৃতি রয়েছে।”
উপদেষ্টা ফারুকী আরও জানান, “কুমিল্লায় যখনই শুটিং করতে আসতাম, কোন কোন জায়গায় নজরুলের স্মৃতি রয়েছে, সেগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হতো।”
প্রসঙ্গত, ২০১০ সালের ১৬ জুলাই মোস্তফা সরয়ার ফারুকী ও নিশাত ইমরোজ তিশা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই তারকা দম্পতির ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যাসন্তান রয়েছে। কচি খন্দকারের গল্প অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ক্যারাম’ নাটকটি সে সময় ব্যাপক আলোচিত হয়েছিল এবং এই নাটক দিয়েই অভিনেতা মোশাররফ করিম আলোচনায় আসেন।