নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় নভেম্বরে ৩৮৮ অপরাধ, ৮ খুন, ২০ নারী নির্যাতন

388 crimes, 8 murders, 20 women torture in November in Cumilla
রোববার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

কুমিল্লার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

এতে জানানো হয়েছে, কুমিল্লায় গত নভেম্বর মাসে বিভিন্ন অপরাধে মোট ৩৮৮টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে খুনের ঘটনা ঘটেছে ৮টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২০টি, রাহাজানি-দস্যুতার ঘটনা ঘটেছে ৫টি এবং একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া মাদকের মোট মামলার সংখ্যা ১৭৮টি।

উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, বীর মুক্তিযোদ্ধা জি এম সেকান্দার, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন সিকদার, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।