বাংলার নারী শিক্ষার অন্যতম পথিকৃৎ এবং প্রথম নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর ১২২তম মৃত্যুবার্ষিকী আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই মহীয়সী নারীর স্মরণে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। তিনি তার বক্তব্যে বলেন, বাঙলার নারী জাগরণে নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর অসামান্য অবদান রয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠার সময় ফয়জুন্নেসা চৌধুরানী বড় আর্থিক অনুদান প্রদান করেন যা এ অঞ্চলের শিক্ষা প্রসারে এখনো অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে ফয়জুন্নেসা চৌধুরানীর ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি।
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে মুখ্য আলোচক হিসেবে ছিলেন অতিরিক্ত সচিব ড. রওশন আরা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন এবং কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।
উল্লেখ্য, এই মহীয়সী নারী ১৮৩৪ সালে কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। নারী শিক্ষা ও সমাজ সংস্কারে তার অবদান চিরস্মরণীয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC