শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি কুমিল্লা নগরীর টাউন হল মিলনায়তন থেকে শুরু হয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়।
বিদ্যালয়ের সার্ধশত বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ কম বাহাউদ্দিন বাহার।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা ও সংরক্ষিত নারী সংসদ সদস্য আরমা দত্ত।
এসময় আরও উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, ১৫০ বছর পূর্তি সার্ধশত বার্ষিকী উৎসবের আয়োজক পর্ষদের যুগ্ম আহবায়ক দিলনাশিন মহসিন ও আয়োজক পর্ষদের সদস্য সচিব ফাহমিদা জেবিনসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয় থেকে অনেক মেধাবী শিক্ষার্থী দেশ ও জাতির জন্য অবদান রেখেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC