
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন দুই দিনের নানা কর্মসূচি গ্রহণ করেছে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে ১৩ ও ১৪ এপ্রিল এই আয়োজন অনুষ্ঠিত হবে।
রোববার (১৩ এপ্রিল) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় একই স্থানে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জাতীয় সংগীত ও “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মাধ্যমে নববর্ষের উদ্বোধন করা হবে। উদ্বোধন শেষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা থেকে “বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা” বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে।
এছাড়াও, জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা জাদুঘর ও প্রত্নতত্ত্বের দর্শনীয় স্থানসমূহ উন্মুক্ত রাখা হবে এবং শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।