
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মহসীন হোসেন (৪৮) নামে এক পিকআপ ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) ভোরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারের ভিড়াল্লা বাসস্ট্যান্ড এলাকার একটি মসজিদের সামনে কুমিল্লামুখী করে পার্ক করা মুরগির বাচ্চা বহনকারী পিকআপ ভ্যান থেকে তার লাশ পাওয়া যায়। নিহত মহসীন গাজীপুরের কাপাশিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে নামাজ শেষে মুসুল্লিরা বের হয়ে দেখতে পান মসজিদের সামনে একটি পিকআপ ভ্যানের পার্কিং লাইট জ্বলছে। মসজিদের জায়গা খালি করতে চালককে ডাকাডাকি করা হলেও কোনো সাড়া মিলছিল না। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখা যায়, চালক স্টিয়ারিংয়ের ওপর মাথা রেখে বসে আছেন। প্রথমে তাকে ঘুমিয়ে আছে মনে হলেও পরে বোঝা যায় তিনি নিস্তেজ।
স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে দেবীদ্বার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহসীনকে উদ্ধার করে। সকাল সাড়ে ৯টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন জানান, নিহতের সঙ্গে থাকা মানিব্যাগ, কাগজপত্র, টাকা-পয়সা ও অন্যান্য জিনিস অক্ষত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি কোনো হত্যাকাণ্ড বলে মনে হয়নি। চিকিৎসকদের ধারণা—মহসীনের মৃত্যু স্ট্রোকে স্বাভাবিকভাবেই হয়েছে। তিনি আরও জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC