বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের মাঝে উপহার প্রদান এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৪টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা ০৬ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
সভায় সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ হিন্দু-মুসলিম সহাবস্থান নিশ্চিত করার উপর জোর দেন। তিনি বলেন, “অসহায় দরিদ্র মানুষের জন্য কুমিল্লা মডার্ন হাসপাতালে ২০ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা ঘোষণা করা হয়েছে।” তিনি আরও বলেন, “অসহায় মানুষ সে যেই ধর্মের হোক, তার পাশে আমরা দাঁড়াবো। কারও জমি দখল হবে না, সন্ত্রাসী কর্মকা- বরদাশত করা হবে না।”
হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উদ্দেশ্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আপনারা কারও চোখ রাঙানো ভয় করবেন না। হিন্দু-মুসলিম সহাবস্থান নিশ্চিত করতে আমরা কাজ করছি।” পরিশেষে তিনি বলেন, “সাধারণ মানুষ পরিবর্তন চায়, আমরাও পরিবর্তনের পক্ষে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সবুজ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জগন্নাথপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ জামাল হোসাইন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC