কুমিল্লা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. নাজির আহমেদ খাঁন।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) তিনি পূজামণ্ডপগুলোতে গিয়ে প্রস্তুতি দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার প্রতিটি মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের পথ, বিদ্যুৎ সংযোগ, সিসি ক্যামেরা স্থাপন এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি পূজা উদযাপন কমিটিকে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখতে বলেন এবং পুলিশের পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন সাধারণ জনগণ ও পূজা উদযাপনকারীদের আশ্বস্ত করে বলেন, “কুমিল্লা জেলা পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় আপনাদের পাশে আছে। পূজা উদযাপনে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।” তিনি সবাইকে যেকোনো ধরনের অপপ্রচার, উসকানি বা গুজবের বিরুদ্ধে সতর্ক থাকতে অনুরোধ করেন।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো অনলাইন প্ল্যাটফর্মের খবর যাচাই না করে প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকতে হবে।
এসপি জানান, দুর্গাপূজা ঘিরে সর্বস্তরের মানুষ যেন নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব করতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পঙ্কজ বড়ুয়া, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC