কুমিল্লা নগরীতে ত্রাসের রাজত্ব কায়েম করা কিশোর গ্যাং এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে আরডিএক্স' ও 'সিডিএক্স'- দুই গ্রুপের প্রধানসহ মোট ২৭ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ আগস্ট) রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই কিশোর গ্যাং সদস্যদের আটক করা হয়। শনিবার (২৩ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে 'আরডিএক্স' গ্রুপের প্রধান ইফতি (১৮) এবং 'সিডিএক্স' গ্রুপের প্রধান সাইমুন (১৫) রয়েছেন। এছাড়াও আটক হওয়া বাকি সদস্যরা হলো- সাগর (১৫), নয়ন (১৫), ফাহাদ (১৭), নাফিজুল (১৫), সাগর (১৯), তুষার (১৬), রাশেদ (১৭), মুন্না (১৬), সুজয় (১৫), রিফাত (১৮), মাহফুজ (১৪), শ্রীনাম (১৬), তুহিন (১৫), রাইয়ান (১৪), আপন (১৬), পিযুষ (১২), জিসান (১২), পিয়াস (১৮), রাফি (১৭), জীবন (১৮), সিনহা (২০), আজমীর (১৮), সজীব (১৯), আমীর (২১) ও সাকিব (১৯)।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সম্প্রতি কুমিল্লা নগরী ও এর আশেপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC