কুমিল্লার চৌদ্দগ্রামে এক দুধর্ষ গরু ডাকাতিরঘ টনায় এখনও কেউ আটক হয়নি। মুখোশধারী ডাকাত দল খামারে ঘুমন্ত পাহারাদারদের হাত-পা বেঁধে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে। গত ১ মার্চ গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।
খামারের মালিক মো. হানিফ মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, তিনি একজন মাংস ব্যবসায়ী। নিজের গরুর খামারে গরুগুলো রেখে বসন্তপুর বাজারে জবাই করে মাংস বিক্রি করেন। ঘটনার রাতে খামারের দুই কর্মচারী ইদ্রিস মিয়া ও মো. রানা খাবার খেয়ে খামারে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে একদল ডাকাত খামারে প্রবেশ করে খাটে শুয়ে থাকা ওই দুই কর্মচারীকে মারধর করে তাদের হাত-পা বেঁধে ফেলে। পরে খামারে থাকা ৭টি গরুর মধ্যে একে একে তারা প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ৫টি গরু লুটে নিয়ে যায়।
ঘটনার পরদিন খামারের মালিক হানিফ মিয়া চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন জানিয়েছেন, 'পুলিশ ঘটনার তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
এদিকে, বুধবার (৫ মার্চ) সকাল থেকে ডাকাতির ঘটনার ৬.৪৩ মিনিটের একটি সিসিটিভি ফুটেজে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সিসিটিভি ভিডিওতে দেখা যায়, গামছা দিয়ে মাথা বাঁধা এক সশস্ত্র ডাকাত প্রথমে খামারে প্রবেশ করে খামারের শেষ অংশ থেকে একটি গরু টেনে বের করছেন। এসময় খামারে প্রবেশ করেন গামছা দিয়ে মুখ মোড়ানো আরও দুই ডাকাত। খামারের ভেতরে থাকা পাহারাদারদের হাত-পা বেঁধে গরুগুলো নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC