দল বিরোধী চক্রান্ত, শৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কুমিল্লা উত্তর জেলাধীন দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দলীয় সহ-দফতর সম্পাদক এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন দল বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন।
এইসব অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC