কুমিল্লার তিন উপজেলাতেই প্রাথমিক ধাপের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। জেলার মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলায় নতুন চেয়ারম্যান পদে নতুন মুখের বিজয় ঘটেছে।, তবে শুধু মেঘনা উপজেলার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন বিএনপি সমর্থিত বলে জানা গেছে।
বুধবার ৮ মে কুমিল্লা তিনটি উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
রাত ৯টায় কুমিল্লার মেঘনা, মনোহরগঞ্জ, লাকসাম, উপজেলা পরিষদের ৯ জনকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা মুনীর হোসাইন, যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়।
নির্বাচিত প্রতিনিধিরা হলেন, লাকসাম উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে, অ্যাড. ইউনুস ভূঁইয়া ৮১,৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মহব্বাত আলী তালা ৮৯,৬৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। পদ্মফুল প্রতীকের পড়শী সাহা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮৪,৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
মনোহরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা হলেন, চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের আব্দুল মান্নান ৭০,৩৪৮ ভোট পেয়ে, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের আমিরুল ইসলাম ৭৯,৬৮৭ ভোট পেয়ে, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকের প্রার্থী শিরিন আক্তার ৭৫,৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
আনারস প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম তাজ মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, তিনি ১৮,৬০০ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সমর্থিত প্রার্থী দিলারা শিরিন পেয়ে ২০,৩৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC