জ্বালানি তেলে পরিমাপে কম দেওয়া এবং বিএসটিআই অনুমোদনবিহীন পরিমাপক যন্ত্র ব্যবহারের অভিযোগে কুমিল্লা মহানগরের তিনটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন, কুমিল্লা এবং বিএসটিআই জেলা অফিসের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
আজ রবিবার (১৮ মে ২০২৫) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা অভিযানে আলেখারচরের মেসার্স নাঈমুল ফিলিং স্টেশন এন্ড এলপিজি-কে প্রতি ১০ লিটারে ৪৫ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটির তেল বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
এছাড়াও, বিএসটিআই অনুমোদনবিহীন নজেল ডিসপেন্সর ব্যবহার করে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মেসার্স ময়নামতি ভিউ এবং মেসার্স মুন হাইওয়ে ফিলিং স্টেশন-কে যথাক্রমে ২০ হাজার টাকা ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহীন আক্তার শিফা, জনাব ফরিদুল ইসলাম ও জনাব মো. আসিফুল হক। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার পরিদর্শক জনাব মো. লুৎফর রহমান ও জনাব আরিফ উদ্দিন প্রিয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC