ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বুধবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

কুমিল্লায় তিনটি ইটভাটা বন্ধ ঘোষণা, ৫ লাখ টাকা জরিমানা

Three brick kilns in Comilla closed, fined Tk 5 lakh
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। একইসঙ্গে তাদের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শশীদল ও মালাপাড়া ইউনিয়নে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, পরিদর্শক চন্দন বিশ্বাস, নমুনা সংগ্রহকারী মোবারক হোসাইন ও উপপরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদারের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকার মেসার্স ভূইয়া অ্যান্ড সন্স ব্রিকসকে দুই লাখ, একই ইউনিয়নের মল্লিকাদীঘি এলাকার মেসার্স মল্লিকা ব্রিকসকে দুই লাখ ও মালাপাড়া ইউনিয়নের রামনগর এলাকার মেসার্স আরএনএস ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সম্পাদনকরণ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করায় এসব দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানাসহ বন্ধ ঘোষণা করা হয়।