
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ অবরোধ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সড়কে অবস্থান করেন। এতে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। নেতাকর্মীরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর আন্দোলনকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ চলাকালে যুব অধিকার পরিষদ, বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু কাওসার তাজ বলেন, “নুরুল হক নুর একজন জাতীয় নেতা এবং ডাকসুর সাবেক ভিপি। তাকে লাঠিপেটা করে আহত করা হয়েছে। আমরা এই হামলার বিচার চাই।”
অন্য বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নুরুল হক নুরসহ গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর ওপর আবারো হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, গণ অধিকার পরিষদের নেতারা ব্লকেড দেয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা ভোগান্তিতে পড়েছিল । আধা ঘণ্টা পর ব্লকেড উঠিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।