মে ৮, ২০২৫

বৃহস্পতিবার ৮ মে, ২০২৫

কুমিল্লায় ডাকাতি ঠেকাতে মহাসড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করছে হাইওয়ে পুলিশ

Highway police are clearing bushes along the highway to prevent robberies in Comilla.
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ দমনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ থানার অধীনস্থ উভয়মুখী লেনের পাশে থাকা ঘন জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কার করছে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (৮ মে) কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলমের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম শুরু হয়েছে।

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, গাড়ির চাকায় রড বা লোহা মেরে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং স্বেচ্ছাসেবকগণ কর্তৃক ইলিয়টগঞ্জ হাইওয়ে থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উভয়মুখী লেনের পাশে থাকা জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে এবং সপ্তাহব্যাপী এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম পোস্টে আরও জানান, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন এর নের্তৃত্বে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও পুলিশ বান্ধব স্বেচ্ছাসেবকগণ মহাসড়কের পাশের জঙ্গলে বসে থেকে চলন্ত গাড়িতে রড/লোহা নিক্ষেপ করে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধের ব্যবস্থা স্বরূপ মহাসড়কের পাশের জঙ্গল পরিস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে মহাসড়ক সংলগ্ন আশে পাশে সকল জঙ্গল পরিস্কার করা হবে। ঝোপঝাড় পরিস্কার হলে কোন ডাকাত, ছিনতাইকারী বা দুষ্কৃতকারীরা রাস্তার পাশে বসে থেকে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

তিনি আরও জানান, আগামি ঈদুল আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে সকল শ্রেনী পেশার মানুষ যাতে নিরাপদে ঘরে পৌঁছাতে পারে এজন্য হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এই ধরনের সামাজিক কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন