ঢাকা থেকে চট্টগ্রামগামী মেইল ট্রেন টু-ডাউন থেকে ছিটকে পড়ে আজির (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ মে) ভোর আনুমানিক সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট উপজেলার বান্নাঘর এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আজির জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের বাসিন্দা এবং এ.কে.এম হামিদুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার মো. জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সকাল সাড়ে ৮টার দিকে আমরা খবর পাই বান্নাঘর এলাকায় রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি লাকসাম রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়।"
লাকসাম রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, "আমরা সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনার খবর পাই। জানতে পারি, ট্রেনের দরজা থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।।"
পুলিশ ইতিমধ্যেই মরদেহ উদ্ধার করে লাকসাম জিআরপি থানায় নিয়ে গেছে। ওসি আরও জানান, "আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC