কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে শিল্পী বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন।
গতকাল সোমবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা রেলস্টেশনের পাশের ধর্মপুর রেলগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিল্পী বেগম জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ডগরাপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী।
স্থানীয় লোকজন জানান, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বারবার হুইসেল দিলেও ওই নারী সামনের দিক থেকে আসা ট্রেনের শব্দ ভেবে হেঁটেই যাচ্ছিলেন। একপর্যায়ে পেছন থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে তিনি নিহত হন।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যমকে বলেন, শিল্পী বেগম নামের ওই নারী কুমিল্লা রেলস্টেশনের দিক থেকে ধর্মপুর রেলগেট পার হয়ে অশোকতলা রেলগেটের দিকে যাচ্ছিলেন। কালো বোরকা পরা ওই নারী রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এমন সময় চট্টগ্রামের দিক থেকে একটি ট্রেন আসতে দেখে তিনি পাশের লাইনে চলে যান। একই সময় ঢাকার দিক থেকে আসছিল সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। কিন্তু তিনি পেছনের ট্রেনটি দেখতে পাননি। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ওসি আরও বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। পরে নিহত নারীর স্বজনেরা এসে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC