কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় মৃত্যুর ঘটনায় টানা ২ ঘণ্টা ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা। অবরোধের কারণে রসুলপুর স্টেশনে আটকে যায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন।
আজ বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টার দিকে আদর্শ সদর উপজেলার রসুলপুর স্টেশন সংলগ্ন মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী মিম আক্তার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিম স্কুলে যাওয়ার জন্য মাজার গেট দিয়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস ক্রস করছিল। সে একপাশের ট্রেন দেখলেও অপরপাশের ট্রেনটি না দেখায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে নিহতের সহপাঠী রসুলপুর উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী রসুলপুর স্টেশনে এসে রেলপথ অবরোধ করে।
এতে রসুলপুর স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেন। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার সাধারণ যাত্রী।
এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের বিদ্যালয়ে পাঠানো হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC