কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
রোববার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সকাল পৌনে ৮টার দিকে শহীদনগর এলাকার এম এ জলিল হাইস্কুলের কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটো গাড়িই সড়কের পাশে খাদে পড়ে যায়। দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলে মারা যান একজন। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন। এ সময় আহত হয়েছেন চারজন। তাদের দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, নিহত দুজনের বয়স ৭০ বছরেরও বেশি। এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার কাজ চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC