মার্চ ৩১, ২০২৫

সোমবার ৩১ মার্চ, ২০২৫

কুমিল্লায় টিফিনের টাকায় পথশিশুদের ঈদের পোশাক

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে কুমিল্লার সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে হাসি ফোটাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লাল-সবুজ উন্নয়ন সংঘ।

বৃহস্পতিবার কুমিল্লা রেল স্টেশনে শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।

সংগঠনটির সদস্যরা জানান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা বাঁচিয়ে এই উদ্যোগ নিয়েছে। আগামী তিন দিনে ১০টি জেলার এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দেওয়া হবে।

এই কর্মসূচির প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ ইউরোলজি বিভাগের প্রধান ডা. এম এম হাছান। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন শিক্ষিকা সেলিনা পারভীন, সাংবাদিক আবুল খায়ের, আব্দুর রহমান, মাহফুজ নান্টু, এবং লাল-সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেল।

কাওসার আলম সোহেল জানান, গত ১৪ বছর ধরে তারা টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের শিক্ষা উপকরণ ও নতুন পোশাক বিতরণ করে আসছেন। আজ কুমিল্লা সদর উপজেলা ও চান্দিনায় শিশুদের ঈদ উপহার দেওয়া হবে।