মার্চ ৯, ২০২৫

রবিবার ৯ মার্চ, ২০২৫

কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে ৮৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

Task force raids in Comilla, seizes fireworks and raisins worth Tk 8.7 million
ছবি: সংগৃহীত

কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বাজি ও কিসমিস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৮৭ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা ১০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারী) রাতে কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলস্টেশনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়েলে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, জেলার সীমান্তবর্তী এলাকা রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্তের উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স দল মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ২ হাজার ৫৭৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ বাজি এবং ৫৯ কেজি কিসমিস জব্দ করে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, ‘জব্দ করা চোরাই পণ্যের মূল্য ৮৭ লাখ ১৫ হাজার টাকা। আজ আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা এসব মালামাল কাস্টমসে জমা দেওয়া হবে’