কুমিল্লায় উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে অপরাধ। গত জুলাই মাসে জেলায় ১১টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুধু খুনই নয়, নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আশঙ্কাজনক হারে বেড়েছে। একই মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৩২টি মামলা এবং ধর্ষণের ঘটনায় আটটি মামলা দায়ের করা হয়েছে।
আজ (১০ আগস্ট) রবিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক আমিরুল কায়সার-এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা সূত্রে এই তথ্য জানা যায়।
আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, জুলাই মাসে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। এর পাশাপাশি, অবৈধ কর্মকাণ্ড রুখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই মাসে ২১১টি ভ্রাম্যমাণ আদালত ৩৫৯টি মামলা দায়ের করে। এসব মামলায় ২৪ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
একই সঙ্গে, বিভিন্ন অপরাধে মোট ৩৫৯ জনকে দণ্ডাদেশ দেওয়া হয়েছে, যার মধ্যে ২৮৪ জনকে অর্থদণ্ড, পাঁচজনকে কারাদণ্ড এবং ৭০ জনকে উভয় দণ্ড দেওয়া হয়।
জুলাই মাসে ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, মাদকদ্রব্য আইনসহ বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে। তবে ধর্ষণ, আহত, অস্ত্র উদ্ধার এবং চোরাচালানের মামলা কিছুটা কমেছে।
আইনশৃঙ্খলা কমিটির সভায় কুমিল্লা শহরের বিভিন্ন সমস্যা, যেমন - যানজট, জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক মেরামত, পরিবেশ দূষণ এবং পলিথিনের ব্যবহার রোধের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এই সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের নির্দেশ দেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যানজট নিরসনে নিয়মিত চেকপোস্ট বসানো হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC