
অভ্যুত্থানের পরিসমাপ্তি ঘটে ২৪ এর ৫ আগস্ট। আজ সেই বিজয়ের দিন। মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের আজ শেষ দিন। এদিনটি কুমিল্লায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে।
মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ হিসেবে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের কবরের মাধ্যমে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। কুমিল্লা জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমিল্লায় শহীদ মাসুম মিয়ার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে কবর জিয়ারত ও পুস্পমাল্য অর্পণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম, ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা ছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথমবারের মতো দিনটি উদযাপন করছে বাংলাদেশ। এ উপলক্ষে মঙ্গলবার সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাস বদলে দেয়া দিনটির স্মরণে সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা আয়োজন।
আজ দিনব্যাপী কুমিল্লায় অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন ও আলোচনা সভা, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে।