ডিসেম্বর ২৮, ২০২৪

শনিবার ২৮ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

Rising Cumilla - Jamaat-e-Islami Workers Rally in Cumilla
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৭নং সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় সাহেবাবাদ ডিগ্রি কলেজ মাঠে সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা ক্বারী মুহাম্মদ কামরুল হাসান সালেহী। ইসলামি সংগীত পরিবেশন করেন গোমতী শিল্পগোষ্ঠীর সদস্যরা। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাহেবাবাদ ইউনিয়ন শাখার আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মোঃ ঈমাম হোসাইন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবদুল মতিন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও কেন্দ্রীয় ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট ডক্টর মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম, সাবেক সভাপতি লুৎফুর রহমান খান মাসুম, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান।

এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাঈন উদ্দিন সাঈদ, জামায়াত নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কর্মীদের প্রতি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।