জন্মদিন উপলক্ষে কত মানুষ কত কিছুর আয়োজন করে। যদি হয় ছেলের জন্মদিন তাহলে তো সেখানে অনেক কিছু বেশিই হয়। তবে ছেলের জন্মদিনে এক ব্যতিক্রমী আয়োজন করেছে বাবা। ছেলের জন্মদিন উপলক্ষে এলাকায় ফ্রি চিকিৎসা ক্যাম্প করেছেন তিনি।
এই ব্যতিক্রমী আয়োজন হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) ছেলের জন্মদিন উপলক্ষে মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মাধবপুর জনসেবা হোমিও হলের স্বত্ত্বাধিকারী ডাঃ মাওলানা মাহবুবুর রহমান তার ছেলে নূর মোহাম্মদ মুরসালিন এর জন্মদিন উপলক্ষে এলাকায় ফ্রি চিকিৎসা ক্যাম্প করেছে।
[caption id="attachment_31291" align="alignnone" width="1200"] ছবি: প্রতিনিধি[/caption]
এতে রবিবার সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
চারজন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
তারা হলেন- ডাঃ মোঃ ফখরুল ইসলাম, ডাঃ মোঃ জয়নাল আবেদীন মজুমদার, ডাঃ রাশিদা আক্তার পপি এবং ডাঃ ছন্দুল হোসেন। প্রায় ১ হাজার রোগী সেখানে চিকিৎসা সেবা গ্রহন করেন। চিকিৎসা ক্যাম্প শুভ উদ্বোধন করেন কুমিল্লা আইটি ভিশন ইনস্টিটিউট এর চেয়ারম্যান, ষাইটশালা দরবার শরীফ এর পীরজাদা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এস.এম মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ)।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ফ্রি চিকিৎসা পেয়ে খুশি রোগীরা। সর্বশেষ নূর মোহাম্মদ মুরসালিন এর জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC