কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্র আন্দোলনে হামলায় ব্যবহার করা দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন ও বেশকিছু দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নগরীর অশোকতলা এলাকায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লা নগরীর ৬ নং ওয়ার্ডের জাকির ও লিটন। আটক দুইজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো জুলাই-আগস্টে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছিল।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর স্টেশন রোডে বিআরটি ট্রেনিং ডিপো অফিসে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান।
ক্যাপ্টেন সাদমান জানান, সোমবার দিবাগত রাতব্যাপী নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জাকিরকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে লিটন নামে আরেকজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, চাপাতি-ছুরিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছিল। আটক দুইজনকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।