বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬

কুমিল্লায় চৌদ্দগ্রামে বিজিবির উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - BGB distributes blankets to cold-stricken people in Chauddagram, Comilla
কুমিল্লায় চৌদ্দগ্রামে বিজিবির উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় চৌদ্দগ্রামের আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মোট ৬০০টি কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সরাইল সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার রকিবুল হাসান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, জেসিও ও বিজিবি সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত রক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে সীমান্তবর্তী দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো বিজিবির নিয়মিত কার্যক্রমেরই অংশ এই কম্বল বিতরণ।

তারা আরও বলেন, এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনসাধারণের সঙ্গে বিজিবির বিশ্বাস ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

কম্বল পেয়ে শীতার্ত ও দুস্থ মানুষ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন