কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকল করার সময় হাতেনাতে ধরা পড়ায় এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে আজ মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে চলমান পরীক্ষায় এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বহিষ্কৃত ছাত্রী চৌদ্দগ্রাম সরকারি কলেজ এর শিক্ষার্থী ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীকে এইচএসসি পরীক্ষা ২০২৫-এর অবশিষ্ট সকল পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, ছাত্রী হওয়ায় সহানুভূতিস্বরূপ এবং অন্যদের জন্য সতর্কতাস্বরূপ তাকে জেল বা জরিমানা না করে শুধুমাত্র বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষায় যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন বা শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে আগামী দিনগুলোতে উপজেলা প্রশাসন আরও কঠোর অবস্থানে যাবে। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। নকলমুক্ত বাংলাদেশ গড়তে উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC