কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” এর অংশ হিসেবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মাননা প্রদান এবং দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
“তারুণ্যের উৎসব ২০২৫—নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” শীর্ষক এই আয়োজনে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদাতাদের তথ্যভাণ্ডার তৈরির কাজও শুরু হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও মহানগর ড্যাবের সভাপতি ডা. এম এম হাসান এবং ডা. এস এম তৌহিদুর রহমান, বিপিএমপি, কুমিল্লার সভাপতি ডা. আবু তাহের মুহিত, এনডিএফ, কুমিল্লার সভাপতি ডা. জহির উদ্দিন মো. বাবর, ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, ইউএইচএন্ডএফপিও আদর্শ সদর ডা. জাকারিয়া মাহমুদ, কুমিল্লা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আব্দুল করিম খন্দকার সহ অন্যান্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবী কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
বক্তারা স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসকদের অনবদ্য ভূমিকা, তরুণ প্রজন্মকে স্বাস্থ্যসেবায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক দায়বদ্ধতা পালনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শত শত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়, যা জনমনে ব্যাপক সাড়া ফেলে।
এছাড়াও, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি জাগরণী ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং স্বেচ্ছায় রক্তদাতাদের একটি বিশদ তথ্যভাণ্ডার তৈরির কাজ শুরু হয়, যা ভবিষ্যতে রক্ত সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে পরিচালিত এই আয়োজন তরুণ সমাজ ও স্বাস্থ্যসেবকদের একত্রে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে, যা একটি সুস্থ ও উন্নত বাংলাদেশ গড়তে সহায়ক হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC