নাগরিকদের জন্য ভূমিসেবা আরও সহজ করতে সারাদেশের মত কুমিল্লাতেও যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাজগঞ্জে অবস্থিত একটি কেন্দ্রের মাধ্যমে এই জেলার ভূমি সেবা সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।
প্রাথমিকভাবে কুমিল্লার ১৭টি উপজেলায় মোট ৩৪টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের অনুমতিপত্র প্রদান করা হয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজনের নিরিখে এই সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।
সরকারের এই যুগান্তকারী উদ্যোগের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে:
এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রগুলোর মাধ্যমে সরকার নির্ধারিত ফি এর বিনিময়ে নাগরিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে:
এছাড়াও ভূমিসংক্রান্ত আরও বিভিন্ন ধরনের সেবা এখান থেকে পাওয়া যাবে।
সরকারের এই পদক্ষেপ ভূমিসেবা সহজীকরণে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: তৌহিদুল ইসলাম, কুমিল্লা আদর্শ সদরের উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো: শহীদুল ইসলাম এবং এসি (ল্যান্ড) তানজিনা জাহান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC