
ওসমান গনি, চান্দিনা, প্রতিনিধি
কুমিল্লায় চান্দিনার মানবিক ও সামাজিক সেবামূলক সংস্থা চান্দিনা ডিপ্লোমা চিকিৎসকদের সংগঠন সেবা সংস্থার’ উদ্যোগে চান্দিনা আল রাজি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ডাক্তার মোঃ বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, বক্তব্য রাখেন ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন, ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, ডাক্তার মোঃ জসিম উদ্দিন ভুঁইয়াসহ আরো অনেকে। বক্তারা বলেন ,সমাজের অবহেলিত ও দুস্থ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেবা সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন এবং বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন। চান্দিনা আল রাজি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তাঁরা এই ধরনের সামাজিক উদ্যোগে সব সময় সহযোগিতা করে থাকেন। তিনি আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চান্দিনার মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। সেবা সংস্থা সবসময়ই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। এই মতবিনিময় সভার মাধ্যমে আমরা স্থানীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির সাথে আমাদের কাজের সমন্বয় আরও জোরদার করতে চাই।”
সভায় স্বাস্থ্যসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা, এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান বা বিশেষ ছাড়ের ব্যবস্থা করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় যে, চান্দিনা আল রাজি ডায়াগনস্টিক সেন্টার ও সেবা সংস্থা যৌথভাবে ভবিষ্যতে স্বাস্থ্য ক্যাম্প ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করবে।
উপস্থিত সকলে এই ধরনের জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভার শেষ ডাক্তার মোঃ আবুল কালাম আজাদকে সভাপতি, ডাক্তার ফারুক মুন্সিকে সাধারণ সম্পাদক ও ডাক্তার বাচ্চু ভাইকে কোষাধ্যক্ষ করে আগামী ৩ বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়।









