নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় ‘চাকরি নয়, সেবা’ প্রতিপাদ্যে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রাথমিক বাছাই পর্ব শুরু

In Cumilla, the preliminary selection process for the recruitment of police constables under the motto 'Service not job' has started
ছবি: সংগৃহীত

“চাকরি নয়, সেবা” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ এর প্রাথমিক বাছাই পর্ব আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শুরু হয়েছে।

জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) সার্বিক তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ সচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরা চাকরি পাবে। তিনি কুমিল্লাবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে কেউ যেন দালাল ও প্রতারক চক্রের প্রলোভনে না পড়ে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সকলকে দালাল/প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সুপার স্পষ্ট করে বলেছেন যে কোন প্রার্থী যদি আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকে তাহলে তার প্রার্থীতা তাৎক্ষণিক বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতারক ও দালাল চক্র সম্পর্কে অবগত হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবগত করার জন্য জনগণকে অনুরোধ করেছেন।

জানা গেছে, গত বছরের ন্যায় এই বছরও কুমিল্লা জেলা পুলিশ ১০০ টাকায় চাকরি দেবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।