
গোমতী নদীর চরে ঘাস কাটতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর এলাকায় গোমতী নদী পার হওয়ার সময় আবু ইউসুফ (৪৫) নামের এক কৃষক নিখোঁজ হন।
পরে চার ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইউসুফ এবং তার ভাই হুমায়ূন কবির সকালে গরুর জন্য ঘাস কাটতে গোমতী নদীর শ্রীপুরের চরে যান। ঘাস কাটা শেষে নদী পার হওয়ার সময় হঠাৎ করেই ইউসুফ পানিতে তলিয়ে যান। হুমায়ূন কবির দ্রুত বিষয়টি স্থানীয়দের জানান। এরপর স্থানীয়রা জাল ফেলে ইউসুফকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে এবং বেলা সাড়ে ১১টার দিকে ইউসুফের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, “নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”