এপ্রিল ৭, ২০২৫

সোমবার ৭ এপ্রিল, ২০২৫

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

Illegal sand mining in Gomti River in Comilla: 6 trucks seized, 1 jailed
ছবি: সংগৃহীত

কুমিল্লার গোমতী নদীর চড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬টি ড্রাম ট্রাক জব্দ করা হয় এবং মাটিকাটার সাথে জড়িতদায়ে একজনকে তিন মাসের কারাদণ্ড।

প্রশাসনের সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যৌথ অভিযানে গতকাল শনিবার (৫ এপ্রিল) রাতে গোমতী নদীর দুর্গাপুর স্পটে এই অভিযান চালানো হয়। সেখানে অবৈধ মাটি কাটার সময় ৬টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

এই ঘটনায় জড়িত মো. মহসীন নামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ও ৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(১) ধারায় তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গোমতী নদীর চর এবং বাঁধ থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বারবার অভিযান চালিয়েও তাদের থামাতে পারছিল না। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।

এদিকে গতকাল শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরসহ স্থানীয় শিক্ষার্থীরা অবৈধভাবে মাটি কাটার সময় ২টি ভেকু, ২টি ট্রাক্টর এবং ৩টি ড্রাম ট্রাক আটক করে।

এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদ বলেন, “৫ই আগস্টের বন্যার পরও মাটিখেকোদের দৌরাত্ম্য কমেনি। আমরা চাই, আজকের মতো অভিযান অব্যাহত থাকুক এবং প্রশাসন তাদের কঠোর পদক্ষেপ বজায় রাখুক।”

এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক নুর হাসান বলেন, “গোমতীকে বাঁচাতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই মাটিখেকোদের জায়গা কুমিল্লায় হবে না।”