মে ২৩, ২০২৫

শুক্রবার ২৩ মে, ২০২৫

কুমিল্লায় গার্মেন্টস পণ্য ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, আটক ১২

Rising Cumilla - Kotwali Model Police Station, Cumilla
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রফতানিমুখী গার্মেন্টস পণ্যবাহী একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই কোটি টাকা মূল্যের লুণ্ঠিত পণ্যসহ কাভার্ডভ্যানটি উদ্ধার করেছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ ছিনতাই চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে নারায়ণগঞ্জ থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৩৪৫ কার্টুন গার্মেন্টস পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয় একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৮৪৬৫)। কুমিল্লা কোতোয়ালি থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখার চর এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ ছিনতাইকারীরা গাড়িটি ছিনতাই করে।

ঘটনার খবর পেয়ে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মাঠে নামে। টানা ৪৮ ঘণ্টা ফেনী ও নোয়াখালী জেলায় অভিযান চালিয়ে লুণ্ঠিত সম্পূর্ণ মালামালসহ কাভার্ডভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এ সময় ছিনতাইকারী চক্রের সক্রিয় ১২ সদস্যকে তিনটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শাহেদ (৫২), মোহাম্মদ রিপন (৪০), জনি (৪৩), মামুন (৪৩), রিয়াজ হোসেন (৪৪), মোহাম্মদ হিমেল (৩৮), সাইফুল আজম চৌধুরী (৩৬), ফারুক হোসেন মনা (৪০), তারেক খান রাসেল (৩২), নুরুন্নবী (৩৭), রিয়াজ (২৫) এবং মো. সজিব (২৫)। তাদের বাড়ি ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে।

আরও পড়ুন