কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গরু চুরি করার সময় বাধা দেওয়ায় ডাকাতদের হামলায় ফারজানা আকতার পিংকি (১৮) নামের এক তরুণী নিহত হয়েছেন।
নিহত ওই তরুণী একই এলাকার আবদুল কাদেরের মেয়ে এবং বাংগড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের আব্দুল কাদের তার গরু তালতাল শরীফপুর সড়কের পাশে নিজ বাড়ির সামনে বেঁধে রাখে। ওই সময় প্রাইভেটকার যোগে ডাকাত দল গরুটিকে নিয়ে যাওয়ার সময় আব্দুল কাদেরের স্ত্রী আছমা বেগম বাঁধা দিলে তাকে প্রাইভেটকারে তুলে মারধর করে। মায়ের চিংকার শুনে মেয়ে পিংকি বাঁধা দিয়ে প্রাইভেটকারের সামনে দাঁড়ালে ডাকাতদল তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আদা কিলোমিটার দুরে তাকে ও আসমা বেগমকে লাথি মেরে প্রাইভেটকার থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে একই ইউপির পার্শ্ববর্তী দৌলতপুর গ্রামের রাস্তার পাশে গরুটি পাওয়া যায়।
নিহতের মা আছমা বেগম এ বিষয়ে জানান, 'ডাকাতরা প্রাইভেটকার যোগে গরু নিয়ে যাচ্ছিল। তখন তিনি দৌঁড়ে প্রাইভেটকারের সামনে গেলে ডাকাতরা জোর করে তাকে প্রাইভেট কার ভেতরে নিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। তার চিৎকার শুনে তার মেয়ে পিংকি দৌঁড়ে এসে গাড়িটির সামনে দাঁড়ালে তার বুকের ওপর দিয়ে পুরো গাড়িটি তুলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় পিংকি। এই সময় ভাগিনা জাহাঙ্গীর দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে। তিনি হত্যাকাণ্ডের বিচার চান।'
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC